× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাদপন্থি হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

১০ জানুয়ারি ২০২৫, ১৯:৪৪ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

রাজধানীর টঙ্গীতে বিশ্ব ইজতামার ময়দানে তাবলিগ জামায়াতে হামলা ও হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবিতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

আজ (১০ জানুয়ারি ) বিকেলে হেফাজতে ইসলাম বাংলাদেশ রাঙ্গুনিয়া শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের আধুরপাড়া থেকে শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে লিচুবাগান চত্বরে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

হেফাজতে ইসলাম রাঙ্গুনিয়ার সহসভাপতি মাওলানা নেছার আহমদ শাহ'র সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মাওলানা আবদুল খালেক'র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সহসভাপতি মাওলানা নাছির উদ্দিন, মাওলানা রফিক, মাওলানা ক্বারী ইসমাইল, মাওলানা আমির হোসেন, মাওলানা আবুল ফয়েজ আনসারি, যুগ্ম সস্পাদক মুফতি ইমরান, মাওলানা বাহাদুর খান শাহ, সাংগঠনিক সম্পাদক এরশাদুল আলম মাসুদ, মাওলানা হাবীবুল্লাহ রব্বানী, ওসমান মাহদী, মো. শাহেদ, মাওলানা নাছির, মাওলানা রাশেদুল হক, আবু বক্কর, মো. কামরুল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ঢাকা টঙ্গী মাঠে হামলার ঘটনায় রাঙ্গুনিয়া থেকে কয়েকজন সাদপন্থি সদস্য অংশ নিয়েছেন। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তারা যেনো কোন কার্যক্রম চালাতে না পারে, তাদের নানা মতবাদ যাতে প্রচার করতে না পারে সেই দাবি জানানো হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.