× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় ৪০ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক কারবারি গ্রেফতার

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

১০ জানুয়ারি ২০২৫, ২০:০৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪০ বোতল ফেন্সিডিলসহ মৌলুদা বেগম (৩৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ(১০ জানুয়ারি) দুপুরে উপজেলার কামারদহ  ইউনিয়নের চাপড়ীগঞ্জ (রাজা পেপার মিলস) এর পূর্ব পাশে রংপুর থেকে ঢাকাগামী হাইওয়ে রাস্তার উপর চেকিং করা কালে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত মৌলুদা বেগম জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার মৃত আনোয়ারুল ইসলামের মেয়ে।

পলিশ জানায়,পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলার নির্দেশে  গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলামের  সার্বিক তত্ত্বাবধানে এস.আই তাহসিনুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোবিন্দগঞ্জ থানার জিডি নং-৪৪৫ তারিখ- ১০ই জানুয়ারি/ ২০২৫ ইং মূলে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়ীগঞ্জ রাজা পেপার মিলস এর পূর্ব পার্শ্বে রংপুর থেকে ঢাকাগামী পাকা রাস্তার উপর চেকিং করাকালে গোবিন্দগঞ্জ হতে বগুড়াগামী একটি সবুজ রংয়ের নাম্বার বিহীন সিএনজি চেকিং করে মাদক কারবারি মৌলুদা বেগমকে ৪০(চল্লিশ)বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ফেন্সিডিলসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.