ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ভৈষামুড়া এলাকায় পলিথিন তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে ১ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। এবং অর্থদণ্ড অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
আজ শনিবার বিকাল ৩ টায় সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন এই অভিযান পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত ব্যাক্তি পলিটিন কারখানার মালিক বিজয়নগর উপজেলার গফুর মিয়া ছেলে কামাল মিয়া (৪০)। এ সময় কারখানা সিলগালাসহ সকল যন্ত্রপাতি জব্দ করা হয়। সরাইল থানার পুলিশ ফোর্সসহ অভিযানে উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হাসান।
সরাইল উপজেলা নির্বাহী আফিসার মোঃ মোশারফ হোসেন বলেন, অবৈধভাবে পলিথিন প্রস্তুত করার সময় কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ক ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় অভিযুক্তকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পলিথিন কারখানার জব্দকৃত মালামাল সরাইল থানার জিম্মায় রাখা হয়।