× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘প্রেম সাহিত্যের আত্মা, ভ‚মির আত্মা নকশা’ প্রবন্ধ বইয়ের মোড়ক উন্মোচন

মোহাম্মদ ইমদাদুল হক মিলন,মাদারীপুর প্রতিনিধি।

১১ জানুয়ারি ২০২৫, ১৮:৩৫ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

‘প্রেম সাহিত্যের আত্মা, ভ‚মির আত্মা নকশা’ শিরোনামে প্রবন্ধ বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ (১১ জানুয়ারী) সকালে শহরের নতুন শহরের এলাকার সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের হলরুমে আনুষ্ঠানিক ভাবে এই বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটি লিখেছেন অবসরপ্রাপ্ত ভ‚মি কর্মকর্তা মোঃ মজিবর রহমান। তাঁর এই বইটি গভীর ও চমৎকার প্রবন্ধমালা, যেখানে প্রেমের গভীরতা এবং ভূমির প্রতি মানুষের মমতার পরিচিতি উঠে এসেছে চমৎকারভাবে।

মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহবুবুর রহমান বাদলের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থি ছিলেন মৈত্রী মিডিয়ার উপদেষ্টা সেলিম ফরাজি, সিনিয়র সাংবাদিক ও লেখক সুবল বিশ্বাস, মৈত্রী মিডিয়া সাধারণ সম্পাদক এস.এম আরাফাত হাসান, সিনিয়র সাংবাদিক রিপনচন্দ্র মল্লিক, জাতীয় সাংবাদিক সংস্থা মাদারীপুর জেলা শাখার সভাপতি শরীফ মোঃ ফায়েজুল কবীর, সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক আরিফুর রহমান, মোঃ মামুন সহ অন্যরা।


লেখক মো: মুজিবর রহমান তাঁর কাজের মাধ্যমে আমাদের স্মরণ করিয়ে দেন, সাহিত্য শুধু খোলাসা করে জীবনের গল্প নয়, এটি একধরণের দর্শন, যেখানে প্রেমের আলোকে মানুষ এবং ভূমি একই সূত্রে আবদ্ধ। যারা এই বইটি পড়বেন, তারা এক নতুন উপলব্ধির পথে হাঁটবেন, যেখানে ভালোবাসা এবং ভূমির প্রতি মানুষের মমতা এক সার্বজনীন বন্ধনে আবদ্ধ। প্রেম সাহিত্যের আত্মা, ভূমির আত্মার নকশা’। এক অসাধারণ সাহিত্যকর্ম যা আমাদের মনকে আলোকিত করবে এবং অন্তরকে গভীর করে নতুন ভাবনায় উদ্বুদ্ধ করবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.