পটুয়াখালীর দুমকিতে মসজিদ খতিবের ৪টি গরু লুঠ মামলার প্রধান আসামি কানিজ ফাতেমা ওরফে পপি হাওলাদার (৩৫) ও তার ছেলে তাশমিম হাওলাদারকে (২০) আটক করেছে পুলিশ।
শুক্রবার ১০ জানুয়ারি রাতে বাউফল থানা পুলিশের সহায়তায় দুমকি থানা পুলিশের একটি টিম বগা বন্দরস্থ বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃত আসামিদ্বয়কে গরু লুঠের মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে পটুয়াখালী চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, মামলা দায়েরের পর (মামলা নম্বর ২/১০জানু ২৫) বাউফল থানা পুলিশের সহায়তায় আসামীদ্বয়কে গ্রেফতার করে কোর্টে চালান করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।