বাংলাদেশ হেফাজতে ইসলাম কুষ্টিয়া জেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সাদ পন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা ও টঙ্গী ইজতেমা ময়দানে হত্যাকারীদের ফাঁসি ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে জেলা হেফাজতে ইসলামের আয়োজনে শহরের বড় বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পাঁচ রাস্তার মোড়ে গিয়ে সমাবেশে রুপ নেয়। সমাবেশে জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাঃ আব্দুল খালেক এর সার্বিক পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা হেফাজতে ইসলামের
যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খান সহ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সাথীবন্ধুরা।
বক্তারা বলেন, টঙ্গী ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী সাদ পন্থীদের অতর্কিত হামলায় ৪ জন শহীদ, অসংখ্য আহত, নিখোঁজদের প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার, শাস্তি ও সাদ পন্থীদের নিষিদ্ধের দাবি জানান।