× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন স্বপ্নে ব্যস্ত ফরিদপুরের পিঁয়াজ চাষীরা

মো. রফিকুল ইসলাম ,ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি।

১১ জানুয়ারি ২০২৫, ১৯:১৭ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

পিঁয়াজের রাজধানী হিসেবে পরিচিত ফরিদপুর জেলায় উৎসবের আমেজে বিস্তির্ণ এলাকাজুড়ে পিঁয়াজের চারা রোপণের ধুম পড়েছে। শীত আর কুয়াশাকে উপেক্ষা করে ভোর হতেই কৃষকেরা মাঠে ব্যস্ত সময় পার করছেন পিঁয়াজের চারা রোপণে।  

সাম্প্রতিক সময়ে পিঁয়াজের ভালো দাম পাওয়ায় অধিক পরিমান জমিতে এ বছর পিঁয়াজ আবাদ করছেন চাষীরা। বিগত কয়েক বছরে লোকসান গুনতে হলেও গত বছর রেকর্ড পরিমান দাম পাওয়ার ফলে নতুন করে আশায় স্বপ্ন বুনছেন পিঁয়াজ চাষীরা।আবহাওয়া অনুকূলে থাকলে এবার পিঁয়াজ উৎপাদন রেকর্ড ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নয়টি উপজেলা নিয়ে ফরিদপুর জেলা গঠিত। সব উপজেলায়ই পিঁয়াজের আবাদ হয়। এরমধ্যে নগরকান্দা সালথা ও ভাঙ্গা পিঁয়াজের বেশি আবাত হয়। বিভিন্ন এলাকায় সরেজমিন গিয়ে দেখা গেছে, ভোর হতেই কাঁচি, কোদাল, লাঙল আর পিঁয়াজের চারা নিয়ে মাঠে যাচ্ছেন কৃষক। মাঠের পর মাঠ বিভিন্ন বয়সী মানুষ রোপণ করছেন পিঁয়াজের চারা-এমন দৃশ্য জেলার বিভিন্ন উপজেলার দিগন্তজোড়া মাঠে। বর্তমানে পিঁয়াজ রোপণের ভরা মৌসুম চলছে ফরিদপুরে।সারিবদ্ধ ভাবে বসে পিঁয়াজের চারা গুলো নিপুন হাতে রোপণে ব্যস্ত সবাই। কেউ কেউ আবার পিঁয়াজের চারা তুলছে। ফলে নানা বয়সী ও বিভিন্ন পেশার মানুষ বাড়তি আয়ের জন্য এ কাজ করছে ক্ষেতে। 

ভাঙ্গা উপজেলার পেঁয়াজ চাষী আবু মুছা মুন্সি (৭০) ও নুর ইসলাম মোল্লা (৪৭) জানান, গত বছর পিঁয়াজের ভালো দাম পাওয়ায় এবার বেশি জমিতে পিঁয়াজ রোপণ করছি। তবে সার, কিটনাশককের দাম বেশি এবং শ্রমিকদের মুজুরী অনেক বেশি থাকায় খরচ বেশি হয়েছে। গত বছরের মতো পিঁয়াজের দাম না পেলে লোকসানের মুখে পড়তে হবে।  

স্থানীয় চাষীরা আরও জানান, গত বছরের তুলনায় এবছর রেকর্ড পরিমান জমিতে পিঁয়াজের আবাদ করছেন তারা। পিঁয়াজের দাম ভালো পাওয়ার কারনেই অন্য ফসল বাদ দিয়ে পিঁয়াজ আবাদে ঝুঁকেছেন। কৃষকেরা বলছেন, এ বছর পিঁয়াজের চারা রোপণ করতে গিয়ে তাদের খরচ অনেকে বেড়েছে। সার, কিটনাশক, ঔষধ, শ্রমিকসহ আনুষাঙ্গিক খরচ বেড়েছে। ফলে পিঁয়াজের ন্যার্য্য মূল্য না পেলে তারা লোকসানের মধ্যে পড়বেন। কৃষকদের দাবি, পিঁয়াজের দাম কমাতে হলে সার, কিটনাশক, ঔষধের দাম আগে কমাতে হবে। এজন্য তারা সরকারের সহযোগীতা কামনা করেন। 

ভাঙ্গা উপজেলা কৃষি অফিসার মোল্লা আল-মামুন বলেন, এ এলাকায় সাধারণত ৩ প্রকারের পিঁয়াজের আবাদ হয়। মুড়িকাটা,দানা ও হলি পিঁয়াজ। চলতি বছরে এই উপজেলায় পিঁয়াজের রোপনের লক্ষ্যমাত্রা ৩৯১৫ হেক্টর যা ইতিমধ্যে ২৭৩৩ হেক্টর জমিতে আবাদ হয়েছে।আবহাওয়া ও ফলন ভালো হওয়ায় আশা করি চলতি বছরে ভাঙ্গা উপজেলায় ৪২০০ হেক্টর জমিতে পিঁয়াজের আবাদ হবে। 

ফরিদপুর জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এ বছর প্রায় ২ হাজার হেক্টর বেশী জমিতে আবাদ করা হচ্ছে পিঁয়াজ। এ বছর জেলায় পিঁয়াজ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৩ হাজার ২শ ৬০ হেক্টর জমিতে। যেখান থেকে ৫ লাখ ৮৮ হাজার ৩শ ৩৬ মেট্রিক টন পিঁয়াজ সংগ্রহ করা যাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.