× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুরে পৃথক দুটি অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ৯

মাহমুদুর রহমান মনজু ,লক্ষীপুর প্রতিনিধ।

১১ জানুয়ারি ২০২৫, ১৯:২৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

লক্ষ্মীপুর সদরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের পৃথক দুটি সংঘর্ষে দুজন মারা গেছেন। তারা হলেন পিয়াস আহমেদ (১৭) ও ফরহাদ হোসেন (২৩)। 

এসব দুর্ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় সিফাত ও তামিম নামে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সদর হাসপাতালে নিহত ও আহতদের জন্য আহাজারি করতে দেখা যায় স্বজনদের।

গতকাল রাত ১১টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বাসুবাজার   জামতলা এলাকায়  লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পিয়াস (১৭) নামে একজন মারা যান। এতে সিফাত, তামিম, সাব্বির ও জাহেদসহ ৫ জন আহত হয়। এরমধ্যে সিফাত ও তামিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহত পিয়াস উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের মনসুর আহমেদের ছেলে। 

একইদিন বিকেলে সদর উপজেলার পিয়ারাপুর এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে সিএনজি চালিত অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফরহাদ হোসেন (২৩) নামে আরও এক যুবক মারা যান। ফরহাদ লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরও ৪ জন আহত হন।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.