ছবিঃ সংগ্রহীত।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে। সভা সমাবেশে ইচ্ছে মতো উল্টো পাল্টা বলছে। তারা জানে না ক্ষমতা এত সহজ নয়, আসলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। ক্ষমতায় যেতে হলে জনগণের সাথে দেশের ভোটারদের সাথে দীর্ঘ সুসম্পর্কের প্রয়োজন হয়। জনগণের আস্থার দলে পরিণত হতে হয়।
স্বাধীনতার পর থেকে কখনো ক্ষমতায় আসতে না পারা সেই দলটির বাংলাদেশে এমন জনপ্রিয়তাও নেই, তাদের প্রতি এদেশের মানুষের তেমন কোন আস্থাও নেই। বিগত কোন সংসদ নিবার্চনে দেশের প্রাপ্ত ভোটের হারে কখনো তারা দুই অংকের ঘরেই যেতে পারেনি। জামায়াতে ইসলামীর নাম উচ্চারণ না করে দুলু তাদের উদ্দেশ্যে বলেন, ক্ষমতা বহুদূর। ক্ষমতায় যেচে চাইলে আগে এদেশের মানুষের আস্থা বিশ্বাস অজর্ন করুন।
নগণের দলে পরিনত হন তারপর ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন। এদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্র নায়ক তারেক জিয়ার এবং তাদের হাতে গড়া দল বিএনপির প্রতি আস্থাশীল। আগামী নির্বাচনে এদেশের মানুষ বিএনপিকে নিরংকুশ ভাবে বিজয়ী করবে। বিএনপি ক্ষমতায় গিয়ে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সকল শোষণ বঞ্চনা ও নির্যাতনের উপযুক্ত বিচার করবে। তাদের সকল হত্যা অন্যায় অবিচারের জন্য সকল দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করবে।
শনিবার বিকেলে নাটোর সদরের শংকরভাগ মাঠে বড় হরিশপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে সাবেক চেয়ারম্যান মাহতাব হোসেনের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুলুর সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ, ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম ও নবীন দলের সাধারণ সম্পাদক আবু ইউসুফ লাম।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh