× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দীঘিনালায় পাহাড়ি দুর্গম গ্রামে শীতবস্ত্র ও ত্রীড়া সামগ্রী নিয়ে সেনাবাহিনী

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

১৪ জানুয়ারি ২০২৫, ১৬:৫১ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম আলমগীর টিলায় ১১০টি অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। 

আজ (১৪ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার বোয়ালখালী ইউনিয়নের আলমগীর টিলা এলাকার রাম রতন কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ০৪ বেবী টাইগার্স দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল ওমর ফারুক, পিএসসি। 

এ সময় তিনি বলেন, ‘পাহাড়ি দুর্গম গ্রামগুলোতে মানবিক সহায়তা পৌছনো অনেক কঠিন। তাই বিষয়টি বিবেচনায় নিয়ে সেনাবাহিনীর দীঘিনালা জোন অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের কষ্ঠ দূর করতে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।’

জোন অধিনায়ক লেঃ কর্ণেল ওমর ফারুক আরো বলেন, ‘সেনাবাহিনী শান্তি সম্প্রতি উন্নয়নের পাশাপাশি স্থানীয়দের সুখে-দুঃখে অতীতের মতো ভবিষ্যৎও পাশে থাকবে।’ এ সময় তিনি দুর্গম গ্রাম গুলোতে অস্থায়ী চিকিৎসা সেবা নিশ্চিতে সেনাবাহিনী কাজ করবে বলে আশ্বাস প্রদান করেন। 

পরে স্থানীয় তিনটি ত্রিপুরা সম্প্রদায়ের গ্রামের যুবকদের মাঝে ব্যাটমিন্টন, ফুটবল ও ভলিবল খেলা সামগ্রী বিতরণ করে সেনাবাহিনী। 

এতে অন্যদের মধ্যে দীঘিনালা সেনা জোনের অনাঃ লেঃ আব্দুল মান্নান, আলমগীর টিলা ক্যাম্প কমান্ডার ওয়ারেট অফিসার হারুন-উর-রশীদ সহ স্থানীয় (মৌজা প্রধান (হেডম্যান)ও গ্রাম প্রধান (কার্বারী) উপস্থিত ছিলেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.