× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাটিরাঙ্গা জোন কর্তৃক বিশেষ মানবিক সহায়তা প্রদান

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

১৪ জানুয়ারি ২০২৫, ১৭:৩৫ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর অধীন বি‌শেষ মান‌বিক সহায়তা প্রদান করা হয়েছে।  আজ (১৪ জানুয়ারি ) সকাল ১০টার দি‌কে সেনা জোন সদরে এসব সহায়তা প্রদান ক‌রেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান পিএস‌সি এবং নবাগত জোন কমান্ডার লে: কর্নেল কৌশিক জাহান, পিএসসি, জি। 

এসময়, শীতার্তদের মাঝে ১০০টি কম্বল, শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের জন্য ১০হাজার টাকা, ৫০ টি জার্সি, কাঁঠালবাগান জামে মসজিদের জন্য কার্পেট এবং মাটিরাঙ্গা থিয়েটারে সেলাই, কম্পিউটার, নৃত্য ও সংগীত প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ বাবদ ২০হাজার টাকা খরচ করা হয়। 


এছাড়াও, মাটিরাঙ্গা জোনের আওতাধীন ওয়াছু প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ৩৭৫ জন পাহাড়ি উপজাতি নারী পুরুষ এবং ২৬৫ জন বাঙালি নারী পুরুষসহ সর্বমোট ৬৪০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। 


মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো: মুঈদ-উল করিম চৌধুরী এসব চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করেন।


মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান ব‌লেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। আগামী‌তেও এ ধারা অব্যহত থাক‌বে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.