× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এসিল্যান্ডের হস্তক্ষেপে খুললো বন্ধ ড্রেনের মুখ

মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি।

১৪ জানুয়ারি ২০২৫, ২০:১১ পিএম

ছবিঃ সংগৃহীত।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাড়ইল গ্রামের ১০/১২টি পরিবারের পানি নিস্কাশনের দীর্ঘদিন বন্ধ  থাকা  একমাত্র ড্রেনটি  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেনের হস্তক্ষেপে খুলে দেওয়াই পরিবার গুলোর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এলাকাবাসী জানায়, উপজেলার পাড়ইল গ্রামে রাস্তার পাশে ১০/১২টি পরিবারের বাড়ীর পানি নিস্কাশনের জন্য স্থানীয় ধরঞ্জী ইউনিয়ন পরিষদের অর্থায়নে রাস্তার পার্শ্বে একটি ইউড্রেন নির্মাণ করা হয় ।

উক্ত ড্রেনটির মুখে পাড়ইল গ্রামের মৃত আফতাব উদ্দিনের বিধবা মেয়ে বুলবুলি বেওয়া (৪০) রাস্তা পাশে পুকুর খনন করা কালে উক্ত ইউড্রেনের মুখটি মাটি দিয়ে বন্ধ করে দেয় । এতে ঐ ১০/১২ টি পরিবারের পানি নিস্কাশনের পথ বন্ধ হওয়াই দূর্ভোগে পড়েন।

এমন অবস্থায়  ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে অভিযোগ করা হয়। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার  ১৪ জানুয়ারী মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেনকে ঘটনাস্থলে পাঠান।  সরেজমিনে গিয়ে তিনি দীর্ঘ দিনের বন্ধ থাকা ড্রেনের মুখটি পরিস্কার করে পানি নিস্কাশনের পথ উম্মুক্ত করে দেন।

এসময় স্থানী ইউপি সদস্য মনোয়ার হোসেন সহ স্থানীয় গন্যামান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় ইউপি সদস্য সাথে নিয়ে বন্ধ ড্রেনের মুখটি খুলে দিয়ে পানি নিস্কাশনের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে ড্রেনটি যাতে  বন্ধ না করা হয় সে ব্যাপারে  স্থানীয় ইউপি সদস্যকে নজর রাখতে বলা  হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.