× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নরসিংদীতে শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জাহিদ সরকার মনির( পলাশ) নরসিংদী প্রতিনিধি।

১৫ জানুয়ারি ২০২৫, ১৭:৩৪ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

নরসিংদীতে ভাটপাড়া এনসি গুপ্ত  উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ময়নাল হোসেনকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। গত রোববার সকাল সাড়ে দশটায় সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া বাজারে পাঁচদোনা - টঙ্গী আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এসময় বর্তমান শিক্ষার্থীদের সাথে সাবেক শিক্ষার্থীরাও অংশ নেয়।


শিক্ষার্থীরা জানায়, ভাটপাড়া এনসি গুপ্ত উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ময়নাল হোসেন বাড়ি নির্মাণ করছেন। এই বাড়ি নির্মাণ কাজে জুয়েল ঘোষ নামে এক ব্যাক্তি চাঁদা দাবি করছিলেন। তিনি বাড়ি নির্মাণ কাজের সামগ্রী সরবরাহ করতে চাইছিলেন কিন্তু ময়নাল হোসেন তাতে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সকালে ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাওয়ার পথে জুয়েলের নেতৃত্বে সোহাগ, ফরিদ মিয়া, রিপনসহ অজ্ঞাত কয়েকজন ময়নাল হোসেনের উপর হামলা করে। এসময় তাকে ও ছেলেকে মারধর করে। পরে বিষয়টি বিদ্যালয়ে জানালে শিক্ষকরা স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ময়নাল হোসেন অভিযুক্তদের বিরুদ্ধে মাধবদী থানার লিখিত অভিযোগ দায়ের করেন। 

আজ সকালে শিক্ষার্থীরা শিক্ষকের বিচারের দাবীতে সড়কে নেমে আসে। তারা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানায়। এ সময় তারা গাছের খন্ড,  টায়ার জ্বালিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কের উভয় পাশে প্রায় দশ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।  যাতে দূভোর্গে পড়েন সাধারণ যাত্রীরা। পরে দুপুর দেড়টায়  ঘটনাস্থলে এসে সেনাবাহিনী অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেয়। পরে যানচলাচল স্বাভাবিক হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.