কুমিল্লার হোমনায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আাজ বুধবার উপজেলা পরিষদ মাঠে কেক ও ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও গ্রামীন পিঠা উৎসব উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার ক্ষেমালিকা চাকমা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান, পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার তানজিম পারভীন লুনা, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু প্রমুখ।
এ ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।