এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পটুয়াখালীতে নারী হকি প্রতি ম্যাচ টুর্নামেন্টে উদ্বোধন করা হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আজ (১৫ জানুয়ারী) সকাল ১০ টায় পটুয়াখালী ডিসি স্কোয়ার মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নারী হকি প্রতি ম্যাচ টুর্নামেন্টে পটুয়াখালী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। তিনি তার বক্তব্যে বলেন, "তারুণ্যই আগামী দিনের বাংলাদেশ। তরুন নারীরাও সমাজকে খেলাধুলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিতি করবে তাই তাদেরকে খেলাধুলার মাধ্যমে উৎসহ জাগািয়ে তুলতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক যাদব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, ট্রেজারী শাখার
মোঃসাকিব উল আলম, পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক মোঃ জাকির হোসেন, সদস্য সচিব মোঃ গোলাম রহমানসহ অন্যান্যরা।
খেলায় প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটট তারেক হাওলাদার।