আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন আলীনগর দরবার শরীফে গতকাল মঙ্গলবার আধ্যাত্মিক সাধক মহাকবি আল্লাামা হযরত শাহ সুফী আলী রজা প্রকাশ কানু শাহ (রহঃ) এর পৌষ বিষু ও বার্ষিক ওরশ শরীফ আখেরী মোনাজাতের মাধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।
ওরশ উপলক্ষে দরবার শরীফের বিশ্ব নূর মঞ্জিলের হযরত শাহ্ ছুফি একরামুল হক শাহ্ (রহঃ)সুযোগ্য বড় সাহেবজাদা পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ এরশাদুল্লাহ রজায়ী (ম.জি.আ.) সভাপতিত্বে খতমে কোরআন, ছেমা মাহফিল, দোয়া ও তবারুক বিতরণ সহ বিভিন্ন কর্মসুচি অনুষ্টিত হয়। এসময় শাহজাদা ইসফাক উল্লাহ রজায়ী,শাহজাদা ফরমান উল্লাহ রজায়ীসহ লাখো সমাগমে আশেকানে ভক্তরা উপস্থিত ছিলেন।
রাত ব্যাপী মাহফিল শেষে বুধবার ফজরের নামাজের পর মুসলিম উম্মার শান্তি কামনা করে পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ এরশাদুল্লাহ রজায়ী (ম.জি.আ.) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরশ শরীফের কর্মসূচি সম্পন্ন হয়।