বাংলাদেশ জাতীয়তাবদী শ্রমিক দল এর সহযোগী সংগঠন ভ্যান ও রিক্সাচালক শ্রমিক ইউনিয়ন পিরোজপুর জেলা উদ্যোগে ও পিরোজপুর জেলা প্রশাসক সার্বিক সহযোগিতায় পিরোজপুর ভ্যান ও রিক্সচালক শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেন ভ্যান ও রিক্সা চালক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
আজ (১৫ই জানুয়ারি) বিকেল ৪টায় জেলা শ্রমিক দল কার্যালয় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজালহোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক মাহাতাব উদ্দিন রিপন, থানা শ্রমিক দলের সভাপতি বাবুল খান, সাধারণ সম্পাদক জব্বার মোল্লা, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সোহাগ শেখ ও সাধারণ সম্পাদক মো. বাদশা শেখ সহ অন্য নেতৃবৃন্দ।
এ সময় জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নে শ্রমিকদের সকলকে সাথেনিয়ে এগিয়ে যেতে হবে। পরে উপস্থিত রিক্সা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।