রংপুরে প্রিপেইড মিটার স্থাপনে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় পাওয়ার প্রেজেন্টেশনে বঙ্গবন্ধুর লোগো প্রদর্শন করায় নেসকোর তিন কর্মকর্তাকে স্টান্ড রিলিজ করেছে বিদ্যু জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নেসকোর স্টান্ড রিলিজ হওয়া তিন কর্মকর্তা হলেন, প্রকল্প পরিচালক মাহবুবুল আলম চৌধুরী, উপ-বিভাগীয় প্রকৌশলী ও ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সাইয়িদ্যুল মুরসালীন ও উপ-বিভাগীয় প্রকৌশলী মো: ইয়াকুব আলী।
বুধবার(১৫ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নেসকো রংপুরের প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম মন্ডল। এর আগে ১৪ জানুয়ারী বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানব সম্পদক উন্নয়ন) মো. রহমত উল্লাহ আল ফারুকের স্বাক্ষরে এ অফিস আদেশ করা হয়।
অফিস আদেশে স্টান্ড রিলিজের মাধ্যমে প্রকল্প পরিচালক মাহবুবুল আলম চৌধুরীকে নেসকোর নির্বাহী পরিচালকের দপ্তরে, উপ-বিভাগীয় প্রকৌশলী ও ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সাইয়িদ্যুল মুরসালীন কে নওগা বিক্রয় ও বিতরণ ১ এবং উপ-বিভাগীয় প্রকৌশলী মো: ইয়াকুব আলী কে ঈশ্বরদী বিক্রয় ও বিতরণ বিভাগের বদলী করা হয়েছে।
রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল জানান, মতবিনিময় সভায় মুজিববর্ষের লোগো প্রদর্শন করায় নেসকোর তিন কর্মকর্তাকে বদলী করা হয়েছে। এছাড়াও পরবর্তিতে যাতে এমন ঘটনা না ঘটে সে ব্যাপারে সংশ্লিষ্ট দফতরকে সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য গত ১৩ জানুয়ারী প্রিপেইড মিটার ইস্যুতে জেলা প্রশাসনের আয়োজনে নেসকোর সাথে সংশ্লিষ্টদের মতবিনিময় সভা শুরু হলে নেসকো কিছু স্লাইড প্রদর্শন করা শুরু করে। সেই প্রদর্শনী স্লাইডে মুজিববাদী লোগো থাকায় এসময় উত্তেজনা তৈরি হয়। সভায় অংশ নেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের নেতৃবৃন্দ সাথে সাথে এর প্রতিবাদ জানায়। এরপর হট্টগোলের সৃষ্টি হয়। পরে অংশগ্রহণকারীরা আলোচনা সভা বর্জন করায় জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে সভা স্থগিত ঘোষণা করেন।