× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভৈরবে প্রাণ নাশের হুমকির বিরুদ্ধে সংবাদ সন্মেলন

আরিফুল ইসলাম মামুন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

১৬ জানুয়ারি ২০২৫, ১৪:৩৭ পিএম । আপডেটঃ ১৬ জানুয়ারি ২০২৫, ১৪:৩৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

কিশোরগঞ্জের ভৈরবে শীর্ষ সন্ত্রাসী হায়ার কাউছার ও তার পরিবারের সদস্যদের অত্যাচার ও ও জোড় পূর্বক ভুমি দখলের সংবাদ সন্মেলন করেছেন প্রবাসী ভুক্তভোগী মোঃ মাসুম সরকার মন্টু মিয়া। আজ বৃহস্পতিবার সকাল এগারটার সময় ভৈরব প্রেসক্লাবে এ সংবাদ সন্মেলন করা হয়। শীর্ষ সন্ত্রাসী হায়ার কাউছার শহরের মোসলিমের মোড় এলাকার খায়ের মিয়ার ছেলে।

সংবাদ সন্মেলনে ভুক্তভোগীর নিট আত্মীয় আলম সরকার ও স্থাণীয় সাংবাদিকগণ উপস্থিক ছিলেন। 

লিখিথ বক্তব্য পাঠ করে মো. মাসুম সরকার মন্টু বলেন, দীর্ঘদিন যাবত এলাকার শীর্ষ সন্ত্রাসী কাউছার ও তার পরিবার আমার সম্পত্বি জোড় ফুর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি আমার ভাড়াটিয়াসহ অআমাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে বার বার । আমি প্রবাসে থাকায় এ সুযোগ নিয়ে আমার বাড়ি ঘর ভাংচুর করে ভাড়াটিয়াদের মারধর ও হুমকি ধামকি দিচ্ছে।

এ সকল ঘটনায় আমি ভৈরব থানায় একাধিক মৌখিক ও লিখিত অভিযৈাগ দিয়েছি। এমনকি এলাকার স্থাণীয় গণ্যমান্য ব্যাক্তিদের ধারস্থও হয়েছি বহুবার। কিন্তু এতেও কোন সুরাহা পাচ্ছিনা। আমি গত বছর ২০ নভেম্বর আমার বাড়ীতে এসে দেখতে পাই সে আমার বিল্ডিং এর পানির পাম্প বৈদ্যুতিক মিটারের তার, আমার স্টোর থেকে ১ টন রড ও প্রায় ১ লক্ষ টাকা মূল্যের টাইলস নিয়ে গেছে এবং তার বাড়ী সংলগ্ন আমার সীমানা প্রাচীর প্রায় ২০ ফুট ভেঙ্গে দখল করে ঐখানে সে তার বাড়ীতে ঢোকার জন্য একটি সিড়ি তৈরী করেছে।

আমি এসব ঘটনা এলাকাবাসিকে জানালে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে উল্টা সন্ত্রাসী পরিবার আড়াই লক্ষ টাকা চাঁদা দাাবী করে। দাবীকৃত টাকাা না দিলে আমাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। বাড়ীতে আসার এক সপ্তাহ পর আমার নির্মাণাধীন বিল্ডিংয়ের বেসমেন্টের পানির মটর দিয়ে দিনে রাত্রে পানি ছেড়ে চার ফুট পানি দিয়ে ভরে ফেলে এবং আমার কাজ দেখাশোনার কাজে নিয়োজিত ও আমার প্রতিবেশী কয়েকজন শুভাকাঙ্খিকে উক্ত বিবাদী কাউসার জানায় যে, তাহাকে আড়াই লক্ষ টাকা দিতে হবে। আমি চাঁদা দিতে রাজি না হওয়ায় পুনরায আরও পানি বেসমেন্টে ছাড়তে থাকে এবং ২০২০ সালে ৬ সেপ্টেম্ভর আমার ২ ভাড়াটিয়াকে ভয় দেখিয়ে দোকান বন্ধ করে দেয়।

সে অত্র এলাকায় একজন সন্ত্রাসী, চাঁদাবাজ, ডাকাত হিসাবে পরিচিত। এই গ্রামে উপজেলা পরিষদের আশেপাশে গড়ে উঠা বৃহত্তর পাদুকা শিল্পের ব্যবসায়ী ও কর্মচারীদের উপর বৎসরের পর বৎসর ধরিয়া ডাকাতি, ছিনতাই, রাহাজানি করিয়া আসিতেছে। সে খুন, রাহাজানি, ডাকাতি ছিনতাই মামলায় বহুবার গ্রেফতার হয়েছে কিন্তু বারবার জামিনে মুক্ত হয়ে এসে এলাকায় একইভাবে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে।

আমি কাউছারের অত্যাচার থেকে রক্ষা পেতে আমার শুভাকাঙ্খিদের সরনাপন্ন হলে কাউছার উল্টো আরো আড়াই লক্ষ টাকা চাঁদা দাবী করে।

সন্ত্রাসী কাউছারের বিরুদ্ধে ভৈরব থানায় হত্যাসহ ডাকাতি ,ছিনতাই ও সন্ত্রাসী কর্মকান্ডের কারণে ১০ থেকে ১২ টি মামলা রয়েছে। এমতাবস্থায় আমি ন্যায় বিচার প্রার্থনা করে এই চিহ্নিত সন্ত্রাসী কাউসারের অত্যাচার থেকে নিঃস্কৃতি পাওয়ার জন্য মহোদয়ের নিকট আকুল আবেদন ও সাহায্য প্রার্থনা করিতেছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.