× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চন্দনাইশে শীতার্ত মানুষের মাঝে কোডেকের শীতবস্ত্র বিতরণ

আরফাত হোসেন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি|

১৬ জানুয়ারি ২০২৫, ১৪:৪৩ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক চন্দনাইশ শাখার উদ্যোগে দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

মঙ্গলবার সকালে কোডেক চন্দনাইশ শাখা কার্যালয়ে অসহায়,গরিব শীতার্ত ২ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেন। তিনি বলেছেন, সরকারের পাশাপাশি এনজিও, বেসরকারি প্রতিষ্ঠান, শিল্প উদ্যোক্তা, বিত্তশালীদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরো বলেন কোডেকের এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং তাদের সফলতা কামনা করি। চট্টগ্রাম জোনের সিনিয়র জোনাল ম্যানেজার সায়েদুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন। বিশেষ অতিথি ছিলেন পটিয়া এরিয়ার এলাকা ব্যবস্থাপক ফরিদ হাসান খান, পিপিএসের নির্বাহী পরিচালক নূরুল হক চৌধুরী, চন্দনাইশ শাখার ব্যবস্থাপক মো. আজিজুর রহমান আজিজ প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.