× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোয়াইনঘাটে সমলয় পদ্ধতিতে ধানের চারা রোপনের শুভ উদ্বোধন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি ।

১৬ জানুয়ারি ২০২৫, ১৪:৫১ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

কৃষিতে আধুনিক যন্ত্রের বৃদ্ধি, শ্রমিক সংকট নিরসন,সময় অপচয়রোধ ও অতিরিক্ত খরচ রোধে ২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের (উফশী জাত) ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে চাষাবাদ ব্লক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টারের  মাধ্যমে চারা রোপনের উদ্বোধন করা হয়েছে।

আজ (১৬ জানুয়ারি)  দুপুর সাড়ে ১২  টায় উপজেলার গুরুকচি গ্রামের মাঠে রাইস প্লান্টারের মাধ্যমে জমিতে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ সহকারী কর্মকর্তা  জীবন কৃষ্ণ রায়ের  পরিচালনায়  প্রধান  অতিথির বক্তব্য রাখেন,  সিলেট  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  অতিরিক্ত পরিচালক ড.মোহাম্মদ কাজী মজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার দীপক কুমার দাস।

অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন,  উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য  রাখেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি, মনজুর আহমদ, সিনিয়র সাংবাদিক মিনহাজ উদ্দিন, ৪নাং লেংগুড়া ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুব আহমেদ, গোয়াইনঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন,  ইউ পি সদস্য জালাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য ও কৃষক এনামুল হক তরফদার প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.