মাদারীপুরের কালকিনিতে তারুণ্যের উৎসব-২০২৫ পালন করা হয়েছে। এ উপলক্ষে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক উত্তম কুমার দাশ।
এ সময় যারা উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ক্ষীরোদ চন্দ্র রায়, শিক্ষার্থী মোঃ শওকত , রাইসান ফকির পাভেল, আসিফ মাহমুদ লিয়ন, মো. নাজিম উদ্দিন, নাইমুল হাসান নাহিদ, আবু হুরাইরা ফাহমিদ,সিফাত মাহমুদ সহ অন্যান্য কর্মকর্তা সাংবাদিক ও কালকিনি সরকারি পাইলট ও কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষার্থী বৃন্দরা।