খাগড়াছড়ির দীঘিনালায় তারুন্যের উৎসব উদযাপনের সমাপনী দিনে শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা, ঐতিয্যবাহী কাবাডি খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
আজ (১৬ জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া নানান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ।
তিনি বলেন, ‘দীঘিনালা উপজেলা তারুন্যের উৎসব উদযাপনে শিক্ষার্থী ও তরুনদের উপস্থিতি ছিল দেখার মতো। এছাড়াও তারুন্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, সাংস্কৃতি ও আইসিটি সহ উপজেলার সব কয়টি সরকারি-বেসরকারি দপ্তর গুলো ব্যাপকভাবে কার্যবাস্তায়ন করেছে।
পরে তিনি তারুণ্যে উৎসব -২০২৫ উদযাপনে সকল সহযোগিদের সম্মাননা প্রদান ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এতে অন্যদের মধ্যে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া, উপজেলা শিক্ষা অফিসার সাইফ উদ্দীন বিপ্লব, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন ।