× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমলগঞ্জে ৮২ শতক খাস জমি উদ্ধার

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ।

১৬ জানুয়ারি ২০২৫, ১৭:০৬ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

মৌলভীবাজারের কমলগঞ্জে দীর্ঘদিন ধরে স্থানীয়দের দখলে থাকা ৮২ শতক সরকারি খাসজমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। আজ (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গুলোর হাওর মৌজায় এ অভিযানে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের জমি উদ্ধার করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গুলোর হাওর মৌজায় সড়কের পাশে স্থানীয় ৪জন ব্যাক্তি ভোগ করে আসছিলেন। বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন দখলকৃত জমি উদ্ধার করে সরকারি সাইনবোর্ড বসিয়ে দেন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন বলেন, আমরা প্রায় ৩০ লক্ষ টাকার খাস জমি উদ্ধার করেছি। এই জমি স্থানীয় ৪জন অনেকদিন ধরে ভোগ করে আসছেন। এখানে পর্যটন কেন্দ্র করার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.