পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেওয়ার দাবিতে এনসিটিবি কার্যালয় ঘেরাও নিয়ে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) আদিবাসী শিক্ষার্থীরা।
আজ (১৬ জানুয়ারি) চবি শহীদ মিনার প্রাঙ্গণে এই প্রতিবাদ সমাবেশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা।
সমাবেশে পহেলা চাকমা বলেন,আমরা স্বাধীন বাংলাদেশে থেকেও আমাদের অধিকার, আমাদের পরিচয় রাষ্ট্রের কাছ থেকে চেয়ে নিতে হচ্ছে এটা আমাদের ব্যার্থতা নয় এটা রাষ্ট্রের ব্যার্থতা। এনসিটিবি যখন আধিবাসী শব্দটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করল তখনই কিছু লোক গিয়ে সেই এনসিটিবি ভবন ঘেরাও করে। এর প্রতিবাদে আমাদের আধিবাসী ভাই বোনরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করে তখনই তারা আমাদের আধিবাসী ভাই বোনদের উপর হামলা করে। এই হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
পাবেল ত্রিপুরা বলেন, ঢাকায় আমাদের আধিবাসী ভাই বোনদের উপর যে হামলা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাই। একটি গণতান্ত্রিক দেশে এরকম শান্তিপূর্ণ আন্দোলনে হামলা হতে পারে না। যারা আমাদের আধিবাসী ভাই বোনদের উপর হামলা করেছে তারা এখনো নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে তাদের এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি।
প্রসঙ্গত পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি রাখা ও না রাখা নিয়ে দুই পক্ষের বিক্ষোভ কর্মসূচির চলাকালে ১৪জানুয়ারি দুপুরে মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে হাতাহাতি ও হামলার ঘটনা ঘটে। এতে অনেকে আহত হয়েছেন।