× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রামে বেপরোয়া ট্রাকের ধাক্কায় নিহত ৪

২১ মার্চ ২০২২, ০০:০০ এএম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাকের চাপায় প্রাইভেটকারের চারযাত্রী নিহত হয়েছে।

সোমবার (২১ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার আধুনগরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চারজনই প্রাইভেটকারের যাত্রী বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, লোহাগাড়া থানার আধুনগর বাজারে ড্রাম্প ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাইভেটকারটি (চট্টমেট্রো-গ-১১-০০৫২) কক্সবাজারের দিকে ও ট্রাকটি (চট্টমেট্রো-ট-১২-০৩১৫) চট্টগ্রাম মুখি ছিল।

সাতকানিয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ুন কার্নেল বলেন, ভোর সোয়া ৫টায় খবর পেয়ে আমরা দুর্ঘটনাস্থলে গিয়ে চারটি মরদেহ উদ্ধার করি। চারজনই ঘটনাস্থলে প্রাণ হারায়। মূলত সংঘর্ষে প্রাইভেটকারের যাত্রীরা গাড়িতেই আটকে লেপটে যায়। আমরা মেশিন দিয়ে গাড়ির এক অংশ কেটে একজনকে উদ্ধার করেছি। হারুন নামের একজনের পরিচয় পেয়েছি। অন্যদের পরিচয় এখনো আমরা পাইনি। হারুন ওই এলাকার মা-মনি হাসপাতাল রোডের বাসিন্দা।

তিনি বলেন, ট্রাকটি মাটি বহন করে। এগুলো এমনিতেই বেপরোয়া গতিতে চলাচল করে।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোবহান রহমান বলেন, এ পর্যন্ত তিনজনের পরিচয় শনাক্ত করা গেছে। অন্যজনের পরিচয় শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.