সিরাজগঞ্জের তাড়াশে ইউনিয়ন কৃষক দলের নবগঠিত কমিটির সভাপতির বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন মানববন্ধন ও সংবাদ প্রচারের প্র্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় তাড়াশ প্রেসক্লাব কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য রাখেন উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাসেদ আলী।
তিনি বলেন, আমি ছাত্র জীবন থেকেই বিএনপির আর্দশে অনুপ্রানীত হয়ে ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হই। কখনো আ’লীগের কোন কমিটিতে ছিলাম না। ২০১৮ সালের দেশীগ্রাম ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের যে কমিটি গঠিত হয়েছিল সেখানে আমার কোন সম্পৃক্ততা ছিল না। উক্ত কমিটিতে কেবল সভাপতি ও সাধারণ সম্পাদকের দু’টি পদ ছিল। সেই কমিটিতে আমার নাম থাকা হাস্যকর।
শুধু আমাকে এবং উপজেলা কৃষক দলের নেতা -কর্মীদের ভাবমূর্তি ক্ষুন্ন ,সম্মানহানী ও হয়রানী করার জন্য এ অভিযোগ তোলা হয়েছে। আর কতিপয় সাংবাদিক তথ্য যাচাই-বাছাই না করেই দায়িত্বহীন ভাবে সংবাদ প্রকাশ করেছেন। এ ধরণের সংবাদ প্রকাশে আমি মানুসিক ভাবে আহত।
সংবাদকর্মী ভাইদের প্রতি আহবান অনুসন্ধান মূলক দৃষ্টি কোণ থেকে তথ্য যাচাই-বাছাই করে জাতির কাছে সঠিক সংবাদ তুলে ধরবেন। আমার উপর দোষারোপের বিচারের ভার আমি আপনাদের, রাষ্ট্রের, প্রশাসনের সকল স্তরের ব্যক্তিবর্গ ও জনগণের উপর ন্যাস্ত করলাম।