কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও পরিচয় পর্ব উপলক্ষে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (১৯ ই জানুয়ারি) বিকাল ৪ টায় উপজেলার চান্দেরচর ইউনিয়ন বিএনপির আয়োজনে রামকৃষ্ণপুর বাজার বিএনপির রাজনৈতিক কার্যলয়ের সামনে এই দ্বি-বার্ষিক সম্মেলনে প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি আহবায়ক জাকির হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈকত আলী মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল), উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেফালী বেগম।
আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, সাইফুল ইসলাম শহিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ আলম হিমেল, পৌর বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি মো. জহিরুল ইসলাম জগলু, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ আনোয়ার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে গুম খুন হত্যা ও মানুষের ভোটাধিকার হরণের কথা তুলে ধরেন। দীর্ঘ ১৬ বছরে আওয়ামী স্বৈরাচারী সরকার বিভিন্ন হামলা ও মিথ্যা গায়েবি মামলায় জড়জড়িত ছিল বিএনপির সকল নেতাকর্মী। পরে দ্বি-বার্ষিক সম্মেলনে চান্দেরচর ইউনিয়ন বিএনপি সভাপতি মো. জাকির হাসান জাকি ও সাধারণ সম্পাদক সৈকত আলী মোল্লাকে নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন নেতারা।