সাতকানিয়ায় মোবাইল কোর্টের অভিযানে চার ফার্মেসীকে ২৭ হাজার জরিমানা প্রদান করা হয়েছে। আজ (১৯ জানুয়ারি) দুপুর ৩ টায় সাতকানিয়া পৌরসভার মেইন রোড,দেওদিঘী বাজার,ফুলতলা বাজারে ওষুধ এর দোকানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পৌরসভার শামসুল ইসলামের ছেলে মো:নাছির উদ্দিন (৪০) এর নাছির মেডিকেল হল ১০ হাজার, মৃত সোলতান আহমদের ছেলে নুরুল আলম (৫৫) এর আলম মেডিকেল হল ১০ হাজার,দেওদিঘী বাজার শামসুল আলমের ছেলে আবুল কাশেম (৩০) এর মমতাজ মেডিকেলকে পাঁচ হাজার, ফুলতলা বাজার জামাল আহমদের ছেলে জামশেদ হোসেন (১৮) এর তানভীর ফার্মেসীকে দুই হাজার জরিমানা করা হয়।
এসময় ওষুধ ও কসমেটিক্স আইন,২০২৩ এর সংস্লিষ্ট ধারায় চার দোকানে মোট ২৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দোকানে এন্টিবায়োটিক ওষুধ বিক্রয়ের জন্য রেজিস্ট্রার মেইনটেন করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম।অভিযানে সহায়তা করেন চট্টগ্রাম ওষুধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার আবিদ আহসান, উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ ও সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ।