× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাবেক এমপির বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ

অন্তর দে বিশাল,স্টাফ রিপোর্টার(কক্সবাজার) প্রতিনিধি।

১৯ জানুয়ারি ২০২৫, ১৯:০৩ পিএম । আপডেটঃ ১৯ জানুয়ারি ২০২৫, ১৯:০৪ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলের বিরুদ্ধে বেনজিরের কথিত "ক্যাশিয়ার" জসিমের মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কক্সবাজার বিএনপি। 

(১৮ জানুয়ারী) বিকেলে কক্সবাজার শহরের প্রধান সড়কে এই বিক্ষোভ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

এইসময় বিএনপির নেতাকর্মী'রা জানান, কক্সবাজারের মাটি ও মানুষের প্রিয় নেতা লুৎফুর রহমান কাজল। তিনি কক্সবাজার বিএনপি'র রাজনীতির জন্য বটবৃক্ষ। ওনার বিরুদ্ধে স্বৈরাচারের পেতাত্মা হোটেল রামাদার মালিক জসিম উদ্দিন আহমেদ যে অপপ্রচার করছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি তাকে ২৪ ঘন্টার মধ্যেই গ্রেফতার করা না হলে কলাতলীস্থ হোটেল রামাদা ঘেরাও করার ঘোষণা দেন বিএনপির নেতারা।

এনিয়ে কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল হক রাশেদ জানান, তিনি তৃণমূল থেকে ওঠা আসা সাবেক সংসদ সদস্য,  জনপ্রতিনিধি হিসেবে রামু-সদর-ঈঁদগাহ মানুষের কাছে অত্যান্ত জনপ্রিয় একজন নেতা।রাজনীতির বাহিরেও একজন সফল ব্যবসায়ী হিসেবে ওনার যথেষ্ট সুনাম রয়েছে।
 
আমাদের জানামতে, রংধনু গ্রুপের চেয়ারম্যান এবং জসিমের সৃষ্ট সমস্যা সমাধানের জন্য ওনি একজন সামাজিক বিচারের মধ্যস্থকারী হিসেবে সমাধানের চেষ্টা করেছে মাত্র। 

সেখানে এই আওয়ামী লীগের দোসর, ভূমিদস্যু,নারীলোভী লম্পট, চাঁদাবাজ জসিম উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিশেষ মহলের ষড়যন্ত্রের এজেন্ডা বাস্তবায়নের জন্য প্রিয় নেতা লুৎফুর রহমান কাজল ভাইয়ের বিরুদ্ধে অপ্রপ্রচার চালাচ্ছে যা অত্যান্ত জনহিতকার আমরা ককসবাজারবাসী এবং সচেতন রাজনৈতিক নেতাকর্মীরা কোনভাবেই মেনে নেব না।
আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি পাশাপাশি তাকে অতিসত্বর গ্রেফতারপূর্বক কঠিন শাস্তি দাবি করছি। অন্যতায় কক্সবাজারেট আপামর জনসাধারণ রাজপথে নেমে আন্দোলন করবে।

উল্লেখ্য যে , কক্সবাজার কলাতলীস্থ হোটেল রামাদা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন ও সেই হোটেলের বিষয়ে বিভিন্ন মামলা হইতে বেনজিরের ক্যাশিয়ার খ্যাত জসিম জামিনে মুক্তি লাভের সাবেক এমপি লুৎফুর রহমান কাজলের সহযোগিতা চাইলে তিনি মানবিক কারণে উক্ত বিষয়টি মধ্যস্থতার উদ্যোগ গ্রহণ করেন।

সেই সাথে উভয় পক্ষের প্রতিনিধির সমন্বয়ে বিষয়টি আপোষে নিষ্পত্তি করা হয়। সেই আপোষের কারণে জসিম উদ্দিন আহমেদ জেল হাজত থেকে বের হয়েছে বলে জানা যায় । বের হওয়ার পর আপোষের নিষ্পত্তির বিষয়টি ও যাবতীয় সত্য সম্পূর্ণ রূপে গোপন রেখে মিমাংসাকে প্রশ্নবিদ্ধ, দুরভিসন্ধিমূলক অন্যের অর্থ আত্মসাৎ করার জন্য  কু-মানসে প্রকৃত  ঘটনা আড়াল করার জন্যই সংবাদ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট সাজানো গল্প উপস্থাপন করার প্রতিবাদে কক্সবাজার স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ প্রতিবাদ মিছিল বের করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.