× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পথশিশুদের নিয়ে পিঠা উৎসব করলো পুরান ঢাকা সাংবাদিক ফোরাম

ফরিদ উদ্দিন, ঢাকা

১৯ জানুয়ারি ২০২৫, ১৯:৫৯ পিএম । আপডেটঃ ১৯ জানুয়ারি ২০২৫, ২০:০০ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

পথশিশুদের নিয়ে পিঠা উৎসব করেছে পুরান ঢাকা সাংবাদিক ফোরাম। রবিবার সকাল ১১ টায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে এই আয়োজন হয়। পিঠা উৎসব উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেজবাহ-উল-আজম সওদাগর ও ইতিহাস বিভাগের অধ্যাপক ডঃ নাছির আহমাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি জাফরুল আলম, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সহ-সভাপতি প্রদীপ বড়ুয়া জয়, যুগ্ম-সম্পাদক ফয়সাল তনু, যুগ্ম সম্পাদক আল বারু মুস্তাকিম নিবির, কোষাধ্যক্ষ সুমন দত্ত, সাংগঠনিক সম্পাদক নার্গিস জুই, দফতর সম্পাদক মাহফুজ মুকুল, বাবর কবীর, ইউসুফ হাওলাদার দিপু, সাগর সহ অনেকে

অধ্যাপক মেজবাহ ফোরামের সবাইকে ধন্যবাদ জানিয়ে এমন ধরনের অনুষ্ঠান আয়োজন করার প্রশংসা করেছেন। পথ শিশুদের জন্য এসব করা ফোরামের মানবিক দিকটি সুন্দরভাবে উন্মোচিত হয়েছে। সমাজে তারাও একটি শ্রেণি। তাদেরকে পিঠা খাওয়ানোর জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান। এমন অনুষ্ঠান অংশ নিতে পেরে তিনি গর্বিত বলে জানান।

অধ্যাপক নাছির বলেন, ৫ আগস্টের পর অনেকে জেগেছে। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। এই উদ্যোগ তারই প্রতিফলন।

সভাপতি জাফরুল আলম বলেন, পুরান ঢাকা সাংবাদিক ফোরাম একটি পরিবার। পথশিশুদের নিয়ে একাজ আমাদের সবার মিলিত উদ্যোগ। আগামীতে এমন কাজ আমাদের সবাই কে করে যেতে হবে।
সি: সহ সভাপতি মো,মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন। এমন উদ্যােগ আমরা সবসময় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.