সিলেটের গোয়াইনঘাট উপজেলার পিয়াইনগুল জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক সংবর্ধিত হয়েছেন যুক্তরাজ্য অক্সফোর্ড উইটনি শহরের কাউন্সিলর আলহাজ্ব হাফেজ আব্দুল মুবিন। আজ (২০ জানুয়ারি) বেলা ১টায় মাদ্রাসা হল রুমে আনুষ্ঠানিকভাবে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
জামেয়ার শিক্ষক মালেক আহমদের সঞ্চালনায় ও প্রিন্সিপাল মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্ব সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,কাউন্সিলর হাফেজ আব্দুল মুবিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জার্মান প্রবাসী আব্দুল হামিদ আবদাল,সহকারী শিক্ষক আব্দুল আউয়াল,শিক্ষক ফারুক আহমেদ শিপন,গোহাটগেট ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন মুনায়েম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল লতিফ।
উপস্থিত ছিলেন,হেলাল আহমদ, কামাল মাহমুদ সহ মাদ্রাসার অন্যান্য সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরে অতিথিবৃন্দ আনুষ্ঠানিক ভাবে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।