× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দীঘিনালায় ০২ ইট ভাটা বন্ধ ঘোষনা

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

২০ জানুয়ারি ২০২৫, ১৮:৫৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অবৈধ দু’টি ইট ভাটার কার্যক্রম প্রশাসন বন্ধ ঘোষণা করার পরেও আইন অমান্য করে ইট ভাটা কার্যক্রম পরিচালনা করায় ইট ভাটা দু‘টিতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন। 

আজ (২০ জানুয়ারী) দুপুর ২ টার দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের নির্দেশক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। 

এ সময় উপজেলার মেরুং ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের মধ্য বোয়ালখালী এলাকার  মেসার্স কর্ণফুলী ব্রিকস ১ লাখ ও মেসার্স ফোর বি এম ব্রিকস’কে ১ লাখ টাকা জরিমানা করা হয।

পরে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় পানি দিয়ে আগুন নিভিয়ে ভাটা দুটির কার্যক্রম বন্ধ করে দেয় ভ্রাম্যমান আদালত ও অবৈধভাবে ভাটা পরিচালনা করায় দুটিকে দুই লাখ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। 

একই সাথে উপজেলার কবাখালী ইউনিয়নের হাচিন সনপুর এলাকায় বিদ্যালয়ের পাশে তামাক চুলা নির্মাণের কারনে ০২ (দুই) জন তামাক চাষীকে দুই হাজার টাকা জরিমানা আদায় করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। পরে  বিদ্যালয়ের পাশ থেকে তামাক চুলা সরিয়ে নিতে নির্দেশ দেন। 

অভিযান পরিচালনা শেষে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে ইট ভাটা কার্যক্রম চলমান রাখায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনি আরো জানান, হাইকোর্টের নতুন কোন আদেশ না আসার আগ পর্যন্ত ভাটা গুলো বন্ধ থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.