× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদারীপুরে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি।

২০ জানুয়ারি ২০২৫, ১৯:২৭ পিএম । আপডেটঃ ২০ জানুয়ারি ২০২৫, ১৯:৩১ পিএম

ছবিঃ সংগৃহীত।

মাদারীপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ( ২০জানুয়ারী) সকালে শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের বাবুরহাট গ্রামের কুলসুম মেম্বরের বাড়ির আঙ্গিনায় নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ মাইনুদ্দিন সরকার।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৪-২৫ অর্থবছরের আওতায় অনুষ্ঠানে বৈষম্যহীন উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন, চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্ব, ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব, অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম ইত্যাদি সামাজিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সভায় বক্তারা উন্নত রাষ্ট্র ও জাতি গঠন, জনস্বাস্থ্য, গুজব, ডেঙ্গু প্রতিরোধ, বৃক্ষরোপন, মাদক ও সন্ত্রাস, বাল্যবিবাহসহ, বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে আলোচনা করেন।  

মতবিনিময় সভায় জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি মেম্বার কুলসুম, নেতৃস্থানীয় মহিলা সহ অন্যান্য মহিলারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.