ছবিঃ সংবাদ সারাবেলা।
চার বছর আগে শুরু করা একটি স্মৃতিসৌধের নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। গুরুদাসপুর উপজেলা চত্বরে স্মৃতির মিনারটি নির্মাণের জন্য দুই দফায় নাটোর জেলা পরিষদ ২৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছিল। সেই টাকায় কাজ শুরু করা গেলেও শেষ করা যায়নি।
নাটোর জেলা পরিষদের দেওয়া তথ্য বলছে, তৎকালীন স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের অনুকুলে স্মৃতিসৌধটি নির্মাণের উদ্যোগ নেয় নাটোর জেলা পরিষদ। ২০২১ সালের শেষের দিকে জেলা পরিষদের টেন্ডারে নির্মাণ কাজটি পায় নাটোরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ‘পূর্বাঞ্চল ট্রেড’। সেসময় ২০২১-২২ অর্থ বছরে প্রথম বরাদ্দ দেওয়া হয় ২০ লাখ টাকা। সেই টাকায় স্মৃতিসৌধটির অর্ধেক নির্মাণ করা হয়। পরের ২০২২-২৩ অর্থ বছরে স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর অনুকুলে আরো ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, নাটোর সদর আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম শিমুলের আত্মীয় হওয়ার সুবাদে প্রভাবখাটিয়ে স্মৃতিসৌধ নির্মাণে অনিয়ম করেন ঠিকাদার। সেসময় প্রথম বরাদ্দের ২০ লাখ টাকায় দায়সারা কাজ করে সরে পরে ঠিকাদারি প্রতিষ্ঠান। পরের বছরের ৫ লাখ টাকার কাজ আর শুরু হয়নি।
তবে নাম প্রকাশ না করার সত্তে নাটোরের কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান জানায়, কাগজে কলমে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ‘পূর্বাঞ্চল ট্রেডের’ নাম ব্যবহার করা হলেও কাজটি করেছে নাটোরের মেসার্স হাসিব মটরস নামের অন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
পূর্বাঞ্চল ট্রেডের স্বত্তাধীকারি মো. তুহিন ও নাটোরের ঠিকাদার বিদ্যুৎ হোসেন বলেন, কাগজে কলমে স্মৃতিসৌধের নির্মাণ কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পূর্বাঞ্চল ট্রেডের নামে হলেও কাজটি তারা করেননি। কাজটি করেছেন নাটোরের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হাসিব মটরস।
গুরুদাসপুরের সাবেক কমান্ডার দুদু সরদার, ছাবের আলীসহ অন্তত দশজন বীর মুক্তিযোদ্ধা বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও গুরুদাসপুরে একটি স্মৃতিসৌধ তারা পাননি। বছর বিশেক আগে সাবরেজিষ্ট্রি অফিসের সামনে ছোট পরিসরে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছিল। সেখানেই চলছিল শ্রদ্ধা নিবেদন। ওই স্মৃতিসৌধটি নাজুক হয়ে পড়ায় সেটি ভেঙ্গে বড় বড়াদ্দে নতুন একটি স্মৃতিসৌধ নির্মাণ কাজ শুরু হয়। অথচ একটি স্মৃতিসৌধের নির্মাণ কাজ চার বছরেও শেষ হয়নি।
এখন শ্রদ্ধা নিবেদন করতে হচ্ছে শহীদ মিনারে। বিষয়টি তাদের ব্যথিত করে। হৃদয়ে দাগ কাটে। স্মৃতিসৌধটির নির্মাণ কাজ শেষ করার দাবি তাদের।
নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামীম ভূইয়া বলেন, জেলা পরিষদের উদ্যোগ এবং অর্থায়নে ২০২১-২২ অর্থ বছরে গুররুদাসপুর উপজেলা চত্বরে স্মৃতিসৌধ নির্মাণ কাজ শুরু করা হয়েছিল। কি কারণে কাজটি থেমে আছে তা তিনি জানেন না। তবে বর্তমানে নির্মাণাধিন স্মুতিসৌধটির কাজ শুরু করার আপাতত কোনো পরিকল্পনা তাদের নেই।
নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন মোবাইল ফোন না ধরায় স্মৃতিসৌধ নির্মাণের ব্যপারে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh