× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কক্সবাজারে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ৫দিন ব্যাপী মহোৎসব

অন্তর দে বিশাল (স্টাফ রিপোর্টার)কক্সবাজার প্রতিনিধি।

২০ জানুয়ারি ২০২৫, ২০:২৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

কক্সবাজারের শহরতলী খুরুশকুল উত্তর হিন্দু পাড়া সার্বজনীন মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে, সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গনে কাল থেকে শুরু হচ্ছে ৩৮ তম ঐতিহ্যবাহী ৫ দিন ব্যাপী মহোৎসব।

আগামীকাল (২১জানুয়ারী), সকালে পবিত্র গীতাপাঠ প্রতিযোগিতার মধ্যে দিয়ে ২৫ জানুয়ারি বৈষ্ণব বিদায়ের মাধ্যমে মহতী নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠান সমাপ্তি হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠান সূচির মধ্যে যা থাকছে, (২১ জানুয়ারি)  পবিত্র গীতাপাঠ প্রতিযোগিতা, মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মহতী ধর্মসভা। 
উক্ত অনুষ্ঠানে সার্বজনীন শ্রীশ্রী মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি মাস্টার দিলীপ কুমার দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ সালাহউদ্দিন।

প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম চন্দনাইশ শচীদানন্দধাম,শ্রীশ্রী রাধামাধব ভবনের অধ্যক্ষ,শ্রীপাদ মিলন গোস্বামী। 
ধর্মীয় আলোচক হিসাবে আরো উপস্থিত থাকবেন- 
অধ্যক্ষ শ্রী অজিত কুমার দাশ বিশিষ্ট ভাগবতীয় বক্তা, উখিয়া ডিগ্রী কলেজ, কক্সবাজার। অধ্যাপক শ্রী আশীষ চক্রবর্তী বিশিষ্ট জাগবর্তীয় বক্তা, মহেশখালী ডিগ্রী কলেজ, কক্সবাজার।

এই ছাড়াও মহতী ধর্মসভায় রাষ্ট্রীয় ও দেশবরেণ্য সমাজ সংস্কারকবৃন্দ ও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ২২ জানুয়ারি (বুধবার) হরিনাম মহানামযজ্ঞের অধিবাস শুভারম্ভ। ২৩ ও ২৪ জানুয়ারি ( বৃহস্পতিবার ও শুক্রবার) ব্রাহ্মমুহুর্তেঃ হরিনাম মহানামযজ্ঞের শুভারম্ভ ও অহোরাত্র তারকব্রহ্ম মহানামযজ্ঞ।

নামসুধা পরিবেশন করবেন দেশের বিখ্যাত কীত্তর্নীয়া দল- শ্রী প্রভু নিতাই সম্প্রদায়-খুলনা। শ্রী গৌরাঙ্গ সম্প্রদায়-খুলনা। শ্রী প্রভু প্রিয়া সম্প্রদায়-গোপালগঞ্জ। শ্রী কানু গোপাল সম্প্রদায়-পটুয়াখালী। শ্রী ভবাপাগলা সম্প্রদায়-সাতক্ষীরা

২৫ জানুয়ারি (শনিবার) উষালগ্নে: নামকীর্তন সহকারে নগর পরিক্রমা সমপনান্তে মহানামযজ্ঞের পূর্ণাহুতি ও বৈষ্ণব বিদায়। উক্ত মহতী মাঙ্গলিক অনুষ্ঠানের প্রতিটি পর্বে ভক্তবৃন্দের উপস্থিতি কামনা করছে শ্রী শ্রী মহোৎসব উদযাপন পরিষদ -২৫ এর নেতৃবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.