মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার দারিদ্র নিরসন কর্মপরিকল্পনা (PRAP) এর আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভাধীন ঐতিহ্যবাহী পালপাড়া মৃৎশিল্প দারিদ্র্য নিরসন ও মৃৎশিল্পের উন্নয়নে নগদ অর্থ ও আধুনিক মোটরসহ মৃৎশিল্পের নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম,বীরমুক্তিযোদ্ধা ও বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম,উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোজাহিদুল ইসলাম পৌরসভার প্রকৌশলী রাকিব হোসেন সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা,সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্যরা।