× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুষ্টিয়া পোড়াদহে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

আরিফ খন্দকার, কুষ্টিয়া প্রতিনিধি।

২২ জানুয়ারি ২০২৫, ১৫:৩২ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুষ্টিয়া পোড়াদহ রেলওয়ে স্টেশনের নকশীকাঁথা ট্রেন থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ করিম বেপারী (৬৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। 

আজ (২২ জানুয়ারি) ভোর পৌনে চারটার দিকে পোড়াদহ জংশন ৩নং প্লাটফর্ম থেকে আটক করা হয়েছে। আটককৃত করিম বেপারী চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার উজলপুর বিলপাড়া গ্রামের মৃত জিন্নাত আলী বেপারীর ছেলে।

জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে নকশীকাঁথা নামক একটি ট্রেন থেকে করিম বেপারীর কাছ থেকে ব্যাগ ভর্তি ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ। 

এ বিষয়ে পোড়াদহ রেলওয়ে থানার ওসি হারুনুর রশিদ জানান, রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন একজন মাদক ব্যবসায়ী দর্শনা থেকে মাদক বহন করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন খবরের ভিত্তিতে রাতেই এসআই ইদ্রিস ও এএস আই মুরাদ আলী সঙ্গীয় ফোর্সসহ নকশী কাঁথা মেইলে টিজি ডিউটি এবং প্ল্যাটফর্ম ডিউটি পার্টি ডিউটি করা অভিযান পরিচালনার সময়ে করিম বেপারীকে সন্দেহ হলে তার ব্যবহৃত ব্যাগ তল্লাশী সময়ে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। 

পরবর্তীতে ধৃত মাদক কারবারির বিরুদ্ধে মিরপুর থানায় একটি মাদক মামলার প্রস্তুতি চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.