× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুয়াশায় মহাসড়কে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে দুর্ঘটনার কবলে চারটি বাস

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো

২২ জানুয়ারি ২০২৫, ১৮:২৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

রংপুরের মিঠাপুকুর এলাকায় ঘন কুয়াশায় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী চারটি বাস দুর্ঘটনার কব‌লে প‌ড়ে‌ছে । দুর্ঘটনায় হতাহ‌তের কোনো ঘটনা না ঘটেলেও আহত হ‌য়ে‌ছেন অন্তত ৫-৭ জন যাত্রী।

আজ (২২ জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে মিঠাপুকুর উপজেলার জায়গীর মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনা কবলিত বাসগুলো ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে ধাক্কা দেয় বলে জানিয়েছে বড়দরগাহ্ হাইওয়ে পুলিশ। রেকারিং করে গাড়িগুলি ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়ার কাজ চলছে।

এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা আরবিএস ট্রাভেলস, রানী পরিবহন ও অপু পরিবহনসহ যাত্রীবাহী আরেকটি বাস জায়গীর মহাসড়কে (চায়না কোম্পানী সংলগ্ন এলাকা) পৌঁছালে ঘন কুয়াশা কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় চারটি বাসের একে অপর‌ স‌ঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসগুলোর সামনের গ্লাস ভেঙ্গে যাওয়ায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুর্ঘটনায় ৫-৭ যাত্রী আহত হয়েছেন। 

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বড়দরগা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও  প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। একই সঙ্গে ঘটনাস্থল থেকে দ্রুত বাসগুলো সরিয়ে নেয়ার কাজ শুরু করে। 

বর্তমানে যানবাহন চলাচল মহাসড়কে স্বাভাবিক রয়েছে জানিয়ে বড়দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত বাসগুলো রেকারিং দিয়ে সরিয়ে নেয়া হচ্ছে। খুব বড়ধরনের দুর্ঘটনা ঘটেনি। আহত কয়েকজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত মহাসড়কের ওপর দিয়ে প্রতিদিন বালু ও মাটিবাহি পরিবহন করে এমন ট্রাক চলাচল করে থাকে। ঘটনাস্থলে মাটি পড়ে সড়কটি ঘন কুয়াশায় পিচ্ছিল হয়েছিল, একারণে হয়তো বাসচালকরা নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে ধাক্কা দেয়। ঘটনার পর পুলিশ উদ্ধার কাজ শুরু করে। এসময় একটি মাইক্রোবাস সিগন্যাল ওভারটেক করে দুর্ঘটনা কবলিত বাসে গিয়ে ধাক্কা দেয়। 

মনিরুজ্জামান বলেন, রংপুর হাইওয়ে অঞ্চলের মহাসড়কে প্রচন্ড ঘন কুয়াশা থাকায় বেশ কিছু ছোট ছোট দুর্ঘটনা ঘটছে। অনেক জায়গায় দৃষ্টিসীমা অনেক কমে যাচ্ছে। গাড়ির হেডলাইট জ্বালিয়ে চালক ও যাত্রী সাধারণকে ধীরে এবং সতর্কতার সাথে চলাচল করার জন্য পরামর্শ দেয়া হচ্ছে।

এদিকে হাইওয়ে পুলিশ রংপুর রিজিওয়নের সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ২০২৪ সালে রংপুরে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে একশো ৯৫টি সড়ক দুর্ঘটনায় ১৪৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ১২০, নারী ২২ ও শিশু ছিলো চার জন। এসব দুর্ঘটনায় মামলা হয়েছিলো ১৫২টি। শীত মৌসুমে ঘন কুয়াশায় সড়ক ও মহাসড়কে মৃত্যু ঝুঁকিসহ দুর্ঘটনা এড়াতে চলাচলের সময় গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন মেনে চলতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.