× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পুরান ঢাকায় চাঁদা আদায় বন্ধের দাবিতে কাচাঁবাজার ব্যবসায়ীদের হরতাল

ফরিদ উদ্দিন, ঢাকা

২২ জানুয়ারি ২০২৫, ১৮:৫২ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

রাজধানীর পুরান ঢাকার মৌলভীবাজারে যুবদল নেতা লাকীর ইজারার নামে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে হরতাল পালন করেছে কাচাঁবাজারের শতশত ব্যাবসায়ী।

আজ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকান বন্ধ রেখে এই হরতাল কর্মসূচি পালন করেন  ব্যবসায়ীরা। হরতাল চলাকালে মার্কেটের সামনে সাধারণ ব্যবসায়ীরা ইজারার নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে আইনশৃঙ্খলা বাহিনী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন।

জানা গেছে,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ফজলে নূর তাপসের আমলে দেওয়া ‘অবৈধ’ ইজারা বর্তমান সরকার বাতিল করলেও যুবদল নেতা লাকী বাহিনী নিয়ে ইজারার নামে কাঁচা বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করছে। লাকীর এই চাঁদাবাজির  প্রতিবাদে মৌলভীবাজার কাঁচাবাজারের সামনে হরতালের সমর্থনে মানববন্ধন ও বিক্ষোভ চলে সারাদিন।


মৌলভীবাজার কাচঁবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বশির আহমেদ দুপুরে কাচঁবাজারের সামনে এক সমাবেশে বলেন, মৌলভীবাজার কাঁচাবাজারে ৫শ‘র অধিক ব্যক্তি মালিকানাধীন   ব্যবসায়ী ইজারাদার নামধারী চাঁদাবাজদের হাতে জিম্মি । এই অবস্থায় চাঁদাবাজি বন্ধ না হলে আমাদের হরতাল অনিদ্দিষ্ট কালের জন্য চলবে।
কাচঁবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কাশেম মোল্লা বলেন, দেশের বৃহৎ এই কাচাঁবাজারে দলীয় নাম ব্যবহার করে চাঁদাবাজি চলছে। আমরা চাঁদাবাজ মুক্ত বাজারের দাবিতে এই হরতাল পালন করছি । মানব বন্ধনে ব্যবসায়ী তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম সিরাজ, হাসান রিপনসহ শতশত ব্যবসায়ী দোকান বন্ধ রেখে উপস্থিত ছিলেন ৷ 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.