× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কল্যাণপুরে বস্তির আগুনে পুড়ল ১০০ ঘর

২১ মার্চ ২০২২, ১০:০১ এএম । আপডেটঃ ২১ মার্চ ২০২২, ১০:০২ এএম

বস্তির আগুন নিয়ন্ত্রণে আসার পর নিজের বই অক্ষত অবস্থায় পেয়েছে এক শিশু। ছবি: সংবাদ সারাবেলা

রাজধানীর কল্যাণপুরে বস্তির আগুনে কমপক্ষে ১০০ ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। গতকাল রোববার (২০ মার্চ) রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

রোববার রাত ৮টা ৪৫ মিনিটে ওই বস্তিতে আগুন লেগেছিল বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল-ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান জানান, বস্তির অন্তত ১০০ ঘর পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য তদন্তের পরে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

তবে স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় বস্তির অন্তত দেড়শ ঘর পুড়ে গেছে।

বস্তির বাসিন্দা মোফাজ্জল হোসেন (৫০) জানান, তারা প্রায় ৩০ বছর ধরে এ বস্তিতে বসবাস করে আসছেন। বস্তিতে তার ১৮টি ঘর ভাড়া দেওয়া ছিল। সেগুলোর সবই পুড়ে গেছে।

এ বস্তিতে অন্তত ৫০০ ঘর ছিল এবং সেগুলোর মধ্যে অন্তত ১৫০টি ঘর পুড়ে গেছে বলে জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.