× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালিয়াকৈরে গার্মেন্টসে শ্রমিক সংঘর্ষ ভাঙচুর, আহত ২

মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।

২২ জানুয়ারি ২০২৫, ১৯:৫৫ পিএম । আপডেটঃ ২২ জানুয়ারি ২০২৫, ১৯:৫৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলনকে কেন্দ্র করে দুটি গার্মেন্টস কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর এবং আহতের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কামরাঙ্গীরচালা এলাকার ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেডে এই ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে কারখানাটি সাময়িকভাবে ছুটি ঘোষণা করা হয়েছে।

ঘটনাস্থলে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। সংঘর্ষে আহত দুই শ্রমিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় শ্রমিকরা জানান, তেলিচালা, কামরাঙ্গীরচালা এবং মৌচাকসহ আশপাশের এলাকার শ্রমিকরা প্রায়ই ছিনতাইয়ের শিকার হন। গত কয়েক দিনের মধ্যে এক শ্রমিক আহত হওয়ার ঘটনায় বিচার ও ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার বিকেলে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।

ওই সময় তেলিরচালা এলাকার এটিএস অ্যাপারেলস কারখানার শ্রমিকরা অন্যান্য কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। কিন্তু ল্যাভেন্ডার গার্মেন্টসের শ্রমিকরা এতে যোগ না দিয়ে উল্টো বহিরাগত শ্রমিকদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন।

এ ঘটনার জের ধরে বুধবার সকালে এটিএস অ্যাপারেলসের শ্রমিকরা ল্যাভেন্ডার গার্মেন্টস কারখানায় হামলা চালায়। তারা কারখানার প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে গ্লাস, আসবাবপত্র, মূল্যবান সরঞ্জাম এবং যানবাহন ভাঙচুর করে।

খবর পেয়ে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.