রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে অবৈধ পাহাড় কেটে ধ্বংস করা, জ্বালানি হিসেবে কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে এস এ বি নামে একটি ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া উপজেলার জঙ্গল সরফভাটা এলাকায় আরেকটি ইটভায়ট অনুমোদনহীন পরিচালনা, পাহাড় কেটে মাটি দিয়ে ইট প্রস্তুত করা, পরিবেশ ধ্বংসকারী ড্রাম চিমনি ইট পোড়ানোর কাজে ব্যবহার করায় প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।
আজ (২২ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। অভিযানে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর, মডেল ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এবং রাঙ্গুনিয়া ফায়ার স্টেশন সহযোগিতা করেন।
ইউএনও ও নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, অবৈধভাবে পাহাড় কাটা, বালু উত্তোলন ও টপ সয়েল কেটে আবাদী কৃষি জমি ধ্বংসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ইটভাটার কাঁচা ইট ধ্বংস ও অপর একটি ইটভাটাকে ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থ অভিযান অব্যাহত থাকবে।