× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মালয়েশিয়া বলে সোনাদিয়া দ্বীপে নামিয়ে দেওয়া ১৩৫ রোহিঙ্গা উদ্ধার

২১ মার্চ ২০২২, ২০:১৪ পিএম

সংগৃহীত ছবি

মালয়েশিয়া বলে মহেশখালীর সোনাদিয়া দ্বীপে নামিয়ে দেওয়া ১৩৫ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (২১ মার্চ) দুপুরে দ্বীপ উপজেলা মহেশখালীর সোনাদিয়া থেকে তাদের উদ্ধার করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, মালয়েশিয়া নেওয়ার কথা বলে রোহিঙ্গাদের ট্রলারে তুলে একটি দালালচক্র। রাতের আঁধারে ছুটে চলা রোহিঙ্গা ভর্তি ট্রলারটি এদিক-সেদিক চালিয়ে ভোরে মালয়েশিয়া বলে সোনাদিয়া দ্বীপে নামিয়ে দেওয়া হয়।

দালালরা মালয়েশিয়া পৌঁছানোর ওয়াদা করে তাদের কাছ থেকে যা পেরেছে টাকা আদায় করেছে। উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের ট্রলারে তোলে চক্রটি। সকালে দ্বীপের প্যারাবনে এতগুলো লোককে দেখে খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে।

তিনি আরও জানান, উখিয়ার কুতুপালং টেকনাফে আশ্রয় শিবিরে থাকা এসব রোহিঙ্গাকে উদ্ধার করে মহেশখালী থানা নিয়ে আসা হয়েছে। তাদের কাছ থেকে দালালদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের পরবর্তীতে স্ব-স্ব আশ্রয় শিবিরে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.