× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কক্সবাজার ট্রেনের টিকিট কালোবাজারীকে আটক করেছে ভৈরব রেলওয়ে পুলিশ

আরিফুল ইসলাম মামুন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

২৩ জানুয়ারি ২০২৫, ১৫:৫৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

নরসিংদী রেলওয়ে ষ্টেশনে কালোবাজারে টিকেট বিক্রির সময় ১২ টি টিকেট  (৩৩টি আসনের ) সহ মঈনুল ইসলাম হৃদয় (২৪) নামে যুবককে আটক করেছে ভৈরব রেলওয়ে পুলিশ। এ সময় তার হেফাজতে রাখা  ঢাকা টু  কক্সবাজার  ট্রেনের ১২ টি টিকেট উদ্ধার সহ  একটি এন্ড্রোয়েট মোবাইল জব্দ করা হয়। সে নরসিংদী জেলার রায়পুরা থানাধীন বাঁশগাড়ি গ্রামের মানিক মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ।

ভৈরব রেলওয়ে থানার ওসি সাইদ বলেন, গোপন সংবাদে ভিত্তিতে গতকাল বুধবার  রাত সাড়ে দশটার নরসিংদী রেলওয়ে স্টেশনের প্লাট ফরমে ট্রেনের টিকেট কালোবাজারে বিক্রির সময় মইনুল ইসলামকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ঢাকা থেকে কক্সবাজারগামী ৩৩ আসনের ১২ টি টিকেট উদ্ধার করা হয়েছে। সে দীর্ঘদিন যাবত ফেসবুকে সরাসরি কক্স'স  বাজার এক্সপ্রেস ট্রেন টিকেট বিক্রয়` নামে একটি  পাবলিক গ্রুপ  খুলে  এর  মাধ্যমেই অতিরিক্ত মূল্যে যাত্রীদের কাছে কালোবাজারে টিকেট বিক্রি করে আসছিল। তার মোবাইলটিও জব্দ করা হয়েছে।

সে মোবাইলের হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ইমো ব্যবহার  করে টিকেট সংগ্রহ ও বিক্রি করে থাকতো। তবে সে স্বীকার করেছে তার ফেসবুক পেজের মাধ্যমেই টিকেট সংগ্রহ করে অধিক মূল্যে যাত্রীদের কাছে টিকেট বিক্রি করে আসছিল। এব্যপারে আটককৃত মইনুলের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.