বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৩১'দফা তৃনমুলের নেতাকর্মীদের মাঝে পৌঁছে দিতে জয়পুরহাটের পাঁচবিবিতে জনসংযোগ করা হয়েছে।
জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম আহমেদ মন্ডলের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে পাঁচবিবি পল্লীবিদ্যুৎ অফিস থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শুভযাত্রা শেষে রেল স্টেশনের পূর্বপাশের সংক্ষিপ্ত পথসভায় ছাত্রনেতা শামীম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে।
সেই লক্ষ্যে তারেক জিয়ার নির্দেশে নেতার দেওয়া ৩১'দফা বাস্তবায়নে আমরা কাজ করছি। এসময় আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল, বালিঘাটা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি হারুনুর রশিদ সজল, বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন সহ
জেলা ও উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও শ্রমিকদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।