× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেরপুরে ছাত্রদল নেতার শীতবস্ত্র বিতরণ

জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধি।

২৩ জানুয়ারি ২০২৫, ১৬:৪৩ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। (২২ জানুয়ারি)  মধ্যরাতে শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে ওই শীতবস্ত্র বিতরণ করেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাদিদ হাসান সজীব। এদিন তিনি ১০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের নেতা শামীম, আতিকুল, ছাত্রদল নেতা সাইফুল, নাদিম প্রমুখ।

ওইসময় ছাত্রদল নেতা সজীব বলেন, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা ছাত্রদলের পক্ষ থেকে শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছি। 

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.