× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সরিষাবাড়ীতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এলজিইডি কর্মচারীর আত্মহত্যা

শাকিল আহম্মেদ , সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।

২৩ জানুয়ারি ২০২৫, ১৭:২৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

জামালপুরের সরিষাবাড়ীতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে সানোয়ার হায়দার (৩৬) নামে এক এলজিইডি কর্মচারী আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার সাড়ে ১০টার দিকে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন এলাকায় এঘটনা ঘটে।

নিহত সানোয়ার হায়দার নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার আব্দুল হামিদের ছেলে। সে সৈয়দপুর পৌরসভার নয়াটোলা জমিলালেন এলাকার বাসিন্দা। সে সরিষাবাড়ী উপজেলায় (এলজিইডি) স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের বন্যা প্রকল্পের কার্য-সহকারী পদে কর্মরত ছিলেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম থেকে ভুয়াপুরগামী ৩৭নং ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি যখন সরিষাবাড়ী রেলস্টেশনে প্রবেশে করছিল। এ সময় ট্রেনের সামনে ঝাঁপ দেয় সানোয়ার হায়দার। পরে চলন্ত ট্রেনে তার দেহটি কেটে ছিন্নভিন্ন হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী রিয়া আক্তার জানান, নিহত ব্যক্তি ট্রেন আসার পূর্বে রেল লাইনের পাশে দাঁড়িয়ে ছিল এবং বুক চেপে কানাকাটি করছিলেন। ঠিক যখন ট্রেনটি আসে তখন সে ট্রেনের সামনে ঝাঁপ দেয়। স্থানীয়রা ধারণা করছেন, নিহত ব্যক্তি পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণার কারণেই সম্ভবত তিনি আত্মহত্যা করেছেন।

এ-বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান, সানোয়ার হোসেন উপজেলা বন্যা প্রকল্পের কার্য-সহকারী ছিলেন। তিনি দুই বছর যাবত এখানে কর্মরত আছেন। তিনি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বিষয়টি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। 

এ-ব্যাপারে সরিষাবাডী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ আশীষ চন্দ্র দে বলেন, রেল দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.