ব্রাহ্মণবাড়িয়ার সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কের পাশে সরকারি অনুমতি না নিয়ে সরকারি খাল দখল করে মাটি ভরাট করার অভিযোগ উঠেছে জীবন নামের এক প্রভালশালী স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে।
আজ (২৩ জানুয়ারী) সকালে উপজেলার সদর ইউনিয়নের বড্ডাপাড়া এলাকায় সরকারি খাল তিনি মাটি ফেলে দখল করে নিয়েছেন সরেজমিন দেখা গেছে। এছাড়াও বাহির থেকে ট্রাক্টর ও মিনি ড্রাম ট্রাক করে মাটি এনে তিনি খাল ভরাট করছেন।
জীবন মিয়া উপজেলার সদর ইউনিয়নের বড্ডাপাড়া এলাকার মৃত আব্দুর রহমান ছেলে। দখলদার জীবন মিয়া বলেন, আমি সরকারি অনুমতি এনে খাল ভরাট করে আমার জায়গায় মাটি ভরাটের কাজ করছি। অনুমতি কাগজপত্র দেখতে চাইলে তিনি কিছুই দেখাতে পারেন নাই।
এ ব্যাপারে ইউনিয়ন ভূমি কর্মকর্তা গিয়াস উদ্দিন বলেন, খবর পেয়েছি ওই এলাকায় আমি যাব।
সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।