ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ রবিউল (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ (২৩ জানুয়ারী) দুপুর ১২টার দিকে বিশ্বরোড মোড়ে ফলের দোকানের সামনে মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রবিউল নেত্রকোনা আটপাড়া উপজেলার দরবেশপুর গ্রামের মোঃ মাইনুউদ্দিন ছেলে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মামুন রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, দুপুরে বিশ্বরোড মোড়ে ফলের দোকানের সামনে মহাসড়কে অবস্থান করে রবিউল। গোপন সংবাদ ভিত্তিতে হাইওয়ে থানার এসআই (নিঃ) মোঃ সজীব সঙ্গীয় ফোর্সসহ মোবাইল-০২ ডিউটি করাকালে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাকে তল্লাশি করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।